চট্টগ্রাম প্রতিনিধি : দশ দিনব্যাপী রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও আগ্রাবাদ-আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটাও বার্ণ রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি ও অপারেশন আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার রোটারি ক্লাব অব আগ্রাবাদের সাপ্তাহিক সভায় এ তথ্য জানান রোটারিয়ানরা।
প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. পূর্ণেন্দু বিশ্বাস সাহার সভাপতিত্বে চট্টগ্রাম রোটারি সেন্টারে রোটারিয়ান ওসমান গনি মনসুরস্বতঃস্ফ‚র্ত প্রয়াসে এই প্রাণবন্ত সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারিয়ান ফার্স্ট প্রেসিডেন্ট খাইরুল মুস্তাফা, রোটারিয়ান আমান উল্লাহ, রোটাপ্লাস্ট মিশন (কো-চেয়ারম্যান) রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ খায়রুল মোস্তফা, রোটারিয়ান সাইফুদ্দিন আহমেদ, রোটারিয়ান জাফর আহমদ, রোটারিয়ান প্রফেসর ড. জুলান দাস সরমা, রোটারিয়ান প্রফেসর উজ্জ্বল কান্তি দাস। রোটারিয়ান এজেএম গিয়াস উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান আইনাল বিন আলম, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান মো. রিয়াদ (প্রেসিডেন্ট আরসি ইসলামাবাদ), কাজী হাসানুজ্জামান শান্তু (আরসি সিটিজি), আফতাব উদ্দিন সিদ্দিকী (আরসি সিটিজি ডাউনটাউন), মো. মুজিবুর রহমান (আরসি সিটিজি ডাউনটাউন), রোটারিয়ান রেজাউর (আরসি সিটিজি ওয়ান্ডারফুল) প্রমুখ।
রোটারি ক্লাব অব ও আগ্রাবাদ-আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটাও বার্ণ রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি ও অপারেশন ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে শুরু হলেও ৫ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশনের সময় শেষ। রোগীর নাম তালিকাভুক্তির জন্য যোগাযোগ করুন- ০১৮৪২২৭৩২৮০, ০১৮৪২২৭৩২৮৫, ০১৭১১৭৪৯০৪২ এবং ০১৮১৯৩৪৩০৩১।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel