
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর ২য় অপস্ কনভার্শন কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অবস্থিত ১০৫ এ্যাডভান্স জেট ট্রেনিং ইউনিটে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ পাইলটদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের উপর ৪ জন বৈমানিক কনভার্শন কোর্স সম্পন্ন করেন। উক্ত কোর্সে ফ্লাঃ লেঃ রাশিক রেজওয়ান জিডি(পি) সেরা প্রশিক্ষণার্থী কর্মকর্তা বিবেচিত হন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ফাইটার পাইলটদের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন যারা মাতৃভ‚মির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
এছাড়াও তিনি কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠুভাবে কোর্স সম্পাদনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


