জুমবাংলা ডেস্ক : বাড়িতে বড়মেয়ের বিয়ের বিদায়ের অনুষ্ঠান চলছিল। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকায় ছোট মেয়ে নিখোঁজ হয়। পরে পুকুরে মেলে তার লাশ। নিমিষেই বিয়েবাড়িতে সব আনন্দ বিষাদে পরিণত হয়।
শুক্রবার দুপুরে বগুড়ায় বড়বোনের বিয়ের বিদায়ের প্রাক্কালে এ ঘটনা ঘটে। এছাড়া নানারবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- বগুড়া শিবগঞ্জ উপজেলার চন্ডিহারার ট্রাকচালক সাজু মিয়ার মেয়ে প্রীতি (৩) ও নাটোরের লালপুরের মামুন হোসেনের ছেলে সিয়াম হোসেন (২)।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডিহারা গ্রামে সাজু মিয়ার বাড়িতে বড়মেয়ে শারমিন আকতারের বিয়ের বিদায়ের অনুষ্ঠান চলছিল। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকায় ছোটমেয়ে প্রীতি নিখোঁজ হয়। সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকালে বাড়ির পাশে পুকুরে জাল ফেললে শিশুটির মরদেহ পাওয়া যায়।
অন্যদিকে শিশু সিয়াম হোসেন কয়েক দিন আগে মায়ের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে নানা মোজাহার আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সিয়াম সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকালে পুকুরে সিয়ামের মরদেহ ভেসে উঠে। চামরুর ইউনিয়নের সদস্য জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.