জুমবাংলা ডেস্ক : বাল্যবিবাহ করতে আসায় ময়মনসিংহের হালুয়াঘাটের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম তানভীর আহমদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেয়া হয়।
জানা গেছে, উপজেলার পৌর এলাকার আকনপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে ও আশুলিয়া, ঢাকার বাসিন্দা মো. মোহসিনের ছেলে আব্দুস সালামের সঙ্গে শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় বর আব্দুস সালামকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম তানভীর আহমদ বলেন, ময়মনসিংহ বিভাগকে এরইমধ্যেই বাল্যবিবাহমুক্ত করা হয়েছে। এখানে ছেলের বয়স ঠিক থাকলেও মেয়ের বয়স ১৭ বছর আট মাস হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সালামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।