জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা আগামীকাল ২১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আগামী ৬ নভেম্বর চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে এবার বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এদিকে, চূড়ান্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ভর্তিচ্ছুরা এপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে এই ওয়েবসাইটে http://uga2.buet.ac.bd/UGA/aPDFDownload.do বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অনলাইনে নির্বাচিতদের ফলাফল https://www.buet.ac.bd এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক ওয়েবসাইটে স্নাতক ইঞ্জিনিয়ারিং ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী ভর্তির প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায় উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।