
মাগুরা প্রতিনিধি: মাগুরার মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপালি খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
Advertisement
আজ বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দ্বাতিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপালি একই গ্রামের জয়নাল বিশ্বাসের স্ত্রী।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, রূপালি সকালে ঘরের মেঝে পরিষ্কার করতে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


