মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মণ রুই মাছের পোনা জব্দ করা হয়েছে এবং পোনা মাছ আহরণকারী ও জেলেদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান ঝিটকা বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৫ জন জেলের কাছ থেকে প্রায় ৪ মন রুই মাছের পোনা জব্দ করে এবং পোনা মাছ আহরণকারী ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা জেলেরা হলেন সুজন হালদার ৫ হাজার টাকা, হারেজ ২ হাজার টাকা, মোবারক ব্যাপারী ৫হাজার টাকা, পরিমল হালদার ৫ হাজার টাকা, ধমিন হালদার ১ হাজার টাকা।
জব্দকৃত পোনা মাছগুলো আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মানিকনগর মদিনাতুল উলুম মাদ্রাসাও এতিমখানা, চালা আহমাদিয়া সুলতানিয়া সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা, ঝিটকা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানায় দেওয়া হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. বিল্লাল হোসেন। এসময় উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন হরিরামপুর থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।