জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি বলে জানান তিনি।
নৌপথেই এই সেনাদের মিয়ানমারে পাঠানো হবে। পাশাপাশি রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন।
অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, যা একেবারে অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন হাছান মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।