নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মোবাইল ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে মেয়ের শরীরে গরম পানি ঢেলে দিয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগে সৎ মা নার্গিস আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম। এর আগে মঙ্গলবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন তাকে ওই এলাকা থেকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতার নার্গিস আক্তার জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আহসান উল্লাহ শেখের মেয়ে এবং গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকার শাহীন খানের স্ত্রী। ওই এলাকায়ই স্বামীর সঙ্গে বসবাস করতেন।
ওসি জিয়াউল ইসলাম জানান, শাহীন খান তার দ্বিতীয় স্ত্রী নার্গিস আক্তার ও প্রথম ঘরের মেয়েসহ দুই মেয়েকে নিয়ে মহানগরীর দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ১০টায় মেয়েটি ওয়াশরুমে জামা-কাপড় ধোয়ার কাজ করছিল। এ সময় তার সৎ মা মোবাইল ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে দুর্ব্যবহার করে। কিছুক্ষণ পর পাতিলভর্তি গরম পানি প্লাস্টিকের জগে নিয়ে মেয়েটির গায়ে ঢেলে দেয়।
ওসি আরো জানান, এতে তার বাম কাঁধসহ মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকারে বাবা দৌড়ে ঘরে গিয়ে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।