নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম (বিপিএম) বলেছেন- মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এগুলো সমাজিক ব্যাধি। আর এই ব্যাধির জন্য যুব সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যুব সমাজ ধ্বংস মানেই হচ্ছে একটি দেশের ক্ষতি। তাই দেশকে বাঁচাতে হলে সমাজের যুব সমাজকে রক্ষা করতে হবে। আর এজন্য পুলিশ বাহিনীকে যতটা কঠোর হওয়া দরকার পুলিশ হবে।
তিনি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শুধু পুলিশ, সাংবাদিক বা জনপ্রতিনিধি না। সমাজের সকল ব্যাধি মোকাবেলায় এবং তা উত্তোরনের জন্য সমাজ সকল শ্রেণি পেশার মানুষ সক সাথে হয়ে কাজ করতে হবে। পুলিশের উপর দায়িত্ব দিয়ে আমরা যেন পাশকাটিয়ে না যাই। তাতে সমাজ তথা রাষ্ট্রের ক্ষতি।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – গাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম সরোয়ার, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন প্রমুখ।
এ সময় কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) কে. এম সোহেল রানা, মোহাম্মদ সাব্বির রহমান, থানার অন্যন্যা পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টানাটানির সংসারে শত অভাবকে পেছনে ফেলে বাউলকন্যা মিতা এখন ম্যাজিস্ট্রেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।