স্পোর্টস ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসকে গ্রেফতার করেছে বার্সেলোনা পুলিশ।
নতুন বছরের শুরুতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়ে দানি আলভেসের নাম। কাতালুনিয়ান এক নারীকে যৌন হয়রানি করার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার ছিলেন তিনি। বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। সেখানে গিয়েই বাঁধে বিপত্তি।
অভিযোগ আছে, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে, এক নারীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন আলভেস। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেন বলে দাবি করেছেন ওই নারী। যা নিয়ে তদন্ত শুরু করে বার্সেলোনা পুলিশ।
এদিকে, গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য আলভেস শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বার্সেলোনার মোসোস ডি’এসকোয়াড্রা দে লেস কর্টস পুলিশ স্টেশনে উপস্থিত ছিলেন।
লাতিন আমেরিকান এ ফুটবলারকে এখন বার্সেলোনার একটি আদালতে (সিউটাট দে লা জাস্টিসিয়া) নিয়ে যাওয়া হবে, যেখানে তিনি শুনানিতে অংশ নেবেন। যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকায় বিচারক তার অস্থায়ী পরিস্থিতির ওপর রায় দেবেন।
এর আগে আলভেস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি নাচতে ভালোবাসি।
তিনি আরও বলেন, আমি জানি না ওই মহিলা কে। আপনি যখন একটি বাথরুমে যান তখন সেখানে কে আছে তা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। আমি কখনো কারো জায়গায় গিয়ে বিরক্ত করিনি। আমি কীভাবে একজন মহিলা বা মেয়ের সঙ্গে এটা করতে পারি?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।