এবি এস মামুন, লংগদু : রাঙ্গামাটির লংগদুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ‘শিবলী স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল ও ৩৯টি খাদ্যবান্ধব কার্ড উদ্ধার করেন। ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক টিসু বড়ুয়া।
সেনাবাহিনীর লংগদু জোনের ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এসময় উপজেলা প্রশাসনকে সহায়তা প্রদান করে।
ইউএনও জাহাঙ্গীর হোসাইন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পারিচালনা করা হয়। জব্দকৃত চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো নিলামে তোলা হবে।
ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি চাল পাওয়ার ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উপজেলা খাদ্য কর্মকর্তা মণিময় চাকমা বলেন, ‘খাদ্যবান্ধব কার্ডধারীরা সরকার নির্ধারিত দামে চাল সংগ্রহ করেন। তারা পরে সেই চাল নিয়ে কী করেন, তা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



