জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাই উপজেলায় মাইক্রোবাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী মা ও দুই ছেলে মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশাচালকও।
শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪০) এবং তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৮)।
স্থানীয়রা জানান, রাজধানীর আত্মীয় নাসির উদ্দিনের বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডুলিভিটা বাসস্ট্যান্ডে যান। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়ক হয়ে ভাড়ারিয়ার এলাকায় রওনা হন। অটোরিকশাটি ডুলিভিটা বাসস্ট্যান্ডের কিছু দূর এগোতেই ঢাকাগামী বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন প্রাণ হারান। এ ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন।
ধামরাই থানার পরিদর্শক ওসি আতিকুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। দুর্ঘটনার পর ওই মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে গেছে চালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।