জুমবাংলা ডেস্ক: আগামীকাল রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরের দিন হবে বাছাই। একাধিক প্রার্থী না থাকলে আগামী সোমবারই জানা যাবে কে হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

৩৫ বছরের বেশি বয়সী এবং এমপি নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন যে কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন। তবে লাগবে একজন এমপির প্রস্তাব এবং অপর একজন সংসদ সদস্যের সমর্থন। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি এমপিদের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি।
আওয়ামী লীগে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সংসদে। বিরোধী দল জাতীয় পার্টি ও অন্য দলগুলো রাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে না। ফলে আওয়ামী লীগের প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত। দলটি এখনও জানায়নি কে হতে যাচ্ছেন দলটির রাষ্ট্রপতি প্রার্থী। প্রার্থী চূড়ান্ত করতে গত বুধবার আওয়ামী লীগের সংসদীয় দল দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক দায়িত্ব দিয়েছে। আজ শনিবার না হলেও আগামীকাল প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।
বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।
জাতীয় নির্বাচন: কর্ণফুলী পেপার মিল থেকে ৭০০ মেট্রিক টন কাগজ কিনবে ইসি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.