জুমবাংলা ডেস্ক :লকডাউন অমান্য করে রাস্তায় জনসমাগম সৃষ্টি করার অপরাধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইকরামুল হাসান ওরফে রনি বিল্লাহ নামে এক ছাত্রলীগ নেতাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাকে আরো দুই মাসের সাজা বাড়িয়ে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌরসভা এলাকায় রাস্তার উপর ট্রাক থামিয়ে জনসমাগম করায় রনি বিল্লাহকে এই সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।
দণ্ডপ্রাপ্ত ইকরামুল হাসান ওরফে রনি বিল্লাহ সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সোনারগাঁ পৌরসভা এলাকায় রাস্তার উপর একটি ট্রাক থামিয়ে জনসমাগম করে সরকারি নির্দেশনা অমান্য করেন রনি বিল্লাহ। খবর পেয়ে এ ঘটনায় তাৎক্ষণিক তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে জরিমানার টাকা পরিশোধ না করায় রনি বিল্লাহকে আরও দুই মাসের জেল প্রদান করেন আদালত। ফলে ছাত্রলীগের এই নেতাকে আট মাস কারাভোগ করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লকডাউন চলাকালীন রাস্তায় জনসমাগম ও প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রনি বিল্লাহকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ না করায় আরও ২ মাসের জেল দেওয়া হয় তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



