জুমবাংলা ডেস্ক: শেরপুরে পুলিশের এক এটিএসআইকে (অতিরিক্ত শহর সহকারী পরির্দশক) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। খবর ইউএনবি’র।
সোমবার সকাল ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার মিরগঞ্জ মহল্লার ভাড়া বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
আহত এটিএসআই আনোয়ার হোসেন (৩৫) শহরের মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন জানান, সকালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এটিএসআই আনোয়ারের ওপর হামলা চালায়। এ সময় তার বাড়ির অন্যান্য সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।