নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে তুচ্ছ কারণে স্থানীয় মসজিদের ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইমাম মুফতি আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগ নেতা রফিকের বাড়ির পাশে তিনি পরিবারসহ ভাড়া থাকেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে মৃত এক ব্যক্তির মিলাদ মাহফিলের জন্য গরুর জবাই করতে তাকে ডাকা হয়। তিনি ঘুমিয়ে থাকায় তার উঠতে কিছুটা দেরি হওয়ায় রফিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তাকে ‘জুতাপেটা’ করেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ জানুয়ারি) সকালে ওই আওয়ামী লীগ নেতার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকার শতাধিক মুসল্লি। এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক বলেন, ‘হুজুরের সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তা আমরা দুইজনেই সমাধান করে ফেলেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।