সাকিব-মেহেদির সামর্থ্য নিয়ে প্রশ্ন ওয়াসিমের

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের দুই ফিঙ্গার স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। বল হাতে কিপটে বোলিং করতে পটু এই দুই স্পিনারের উইকেট শিকার করার সামর্থ্য নিয়ে সন্দিহান তিনি।

২০১৭ সালে ওয়ানডে অভিষেক হওয়া মিরাজ খেলতে যাচ্ছেন নিজের প্রথম বিশ্বকাপ। এই দুই বছরে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। পারফর্মেন্স দিয়ে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন মিরাজ।

অপরদিকে তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়া সাকিব জায়গা করে নিয়েছিলেন ২০০৭ সালের বিশ্বকাপে।

এরপর ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপ খেলেছেন তিনি। তিন বিশ্বকাপে ২১ ম্যাচে ২৩ উইকেট নেয়া সাকিব ইংল্যান্ডের মাটিতে বল হাতে কতটা কার্যকর হবেন, দেখার অপেক্ষায় আছেন ওয়াসিম।

‘বাংলাদেশ দলে কোন রিষ্ট স্পিনার নেই। ফিঙ্গার স্পিনার মেহেদি হাসান এবং সাকিব আল হাসান দুইজনই আঁটসাঁট বোলিং করতে সক্ষম, কিন্তু তাঁদের উইকেট তুলে নেয়ার সামর্থ্য কতটুকু এটাই দেখার বিষয়। যদিও এবারের বিশ্বকাপে তারা (বাংলাদেশ) পেসারদের ওপর বেশি নজর দিয়ে আসছে। কিন্তু বিগত সময়ে বাংলাদেশের শক্তির জায়গা ছিল কোয়ালিটি স্পিন বোলার,’ বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম।

বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরে এবং ঘরের বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে মিরাজের। এখন অবধি ২৫ ওয়ানডে খেলা মিরাজ ২৬টি উইকেটের মালিক। এর মধ্যে দেশের বাইরে ১১ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ সাকিব ১৯৫ ওয়ানডে খেলে ২৪৭টি উইকেট নিয়েছেন। এর মধ্যে দেশের বাইরে সাকিবের উইকেট সংখ্যা ৬৬ ম্যাচে ৬৭ উইকেট। সূত্র- ক্রিকফেঞ্জি