জুমবাংলা ডেস্ক : আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার র্যাবের দেয়া সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি আজ।
প্রতিবেদনের বিষয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপক্ষের আইনজীবী র্যাবের জমা দেয়া অগ্রগতি প্রতিবেদনের বিষয়ে আদালতকে অবহিত করার পর আদালত জানান, বিষয়টি বুধবার শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্টে) থাকবে।
এর আগের দিন সোমবার (২ মার্চ) এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের খন্দকার শফিকুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন অপরিচিত যুবক জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাঁদর এবং রুনির টি-শার্টে ওই দুই যুবকের ডিএনএ’র প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে দাবি করেছে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।