আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমকে সীমিত করতে চায় মার্কিন অঙ্গরাজ্য উইসকনসিন। সে বিষয়ে আইনসভায় বিল উত্থাপন করেছেন রিপাবলিকান দলের সদস্য ডেভিড স্টেফেন।
বিলটি অনুমোদিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীর বয়সের সত্যাসত্য যাচাই করতে হবে। শিশুদের ক্ষেত্রে নিতে হবে পিতামাতার অনুমোদন।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আইন ভঙ্গকারী সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম প্রতি অ্যাকাউন্ট হিসেবে দিনে ১০০ ডলার জরিমানা দেবে। ডাটা শেয়ারিং ও বিজ্ঞাপনের মতো অন্যান্য প্রসঙ্গও উল্লিখিত হয়েছে বিলে। তবে বিলটি কার্যকর হওয়ার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন।
উইসকনসিন অঙ্গরাজ্যের আইনসভা বর্তমান রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে। যদিও সেখানকার গভর্নর টনি এভার্স ডেমোক্রেটিক দলের সদস্য। প্রস্তাবের ব্যাপারে টনি এভার্সের মুখপাত্র ব্রিট কুডাব্যাককে প্রশ্ন করা হলে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।
বর্তমান প্রস্তাব অনুমোদিত হলে ১৮ বছরের কম বয়সীরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে থাকতে পারবে না। অবশ্য শিশুদের পক্ষে হয়ে তাদের পিতা-মাতা সে সীমা অতিক্রম করতে পাবেন।
সূত্র : এপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।