জুমবাংলা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বিজিবি। খবর ইউএনবি’র।
মঙ্গলবার বিকালে উপজেলার গোপালপুর মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ছইনে গ্রামের মৃত আনোয়ার সর্দারের মেয়ে কুলসুম বেগম (২৮) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মুন্সিবাগ গ্রামের মৃত আব্দুস সোবহানের মেয়ে আয়েসা অক্তার সোহানা (২০)।
খাশিলপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির সীমান্ত পিলার ৪৭/৫ গোপালপুর মাঠের মধ্য থেকে ওই দুই নারীকে আটক করা হয়। মহেশপুর থানায় সোর্পদ করার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে বিজিবি যাদবপুর বিওপির সদস্যরা উপজেলার কৃষ্ণপুর মাঠের মধ্য থেকে ৫৪ বোতল ভারতীয় মদ, ৩৭ বোতল ফেন্সিডিল ও ৯০০ গ্রাম গাজা উদ্ধার করেছে আটক করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।