জুমবাংলা ডেস্ক : বিজ্ঞানীরা সবচেয়ে দ্রুতগতির পিঁপড়ার দৌড়ের গতিবেগ রেকর্ড করেছেন। সাহারা মরুভূমি অঞ্চলের এসব পিঁপড়া প্রতি সেকেন্ডে নিজেদের শরীরের দৈর্ঘ্যের চেয়ে ১০৮ গুন বেশি দ্রুতবেগে দৌড়াতে সক্ষম, যা প্রায় ২.৮ ফুট। খবর সিএনএনের।
জার্মানির ইউনিভার্সিটি অব উলম এর বিজ্ঞানীরা সিলভার অ্যান্ট নামের এসব পিঁপড়া নিয়ে গবেষণা করেছেন। দলটির নেতৃত্ব দিয়েছেন প্রফেসর হ্যরাল্ড উলফ।
উলফ বলেন, আমরা জানতাম এই পিঁপড়াগুলো তুলনামূলক দ্রুতগতির হবে। তবে তারা ঠিক কতটা দ্রুতগতির এবং কীভাবে এই গতি অর্জন করে তা আমাদের অজানা ছিল।
গবেষকরা জানান, এদের সঙ্গে সাদৃশ্য থাকা ডেজার্ট অ্যান্টের চেয়ে ছোট ছোট পা সিলভার অ্যান্টের। তবু দ্রুত গতিতে ছুটতে পারে এই পিঁপড়াগুলো। নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে পায়ের শক্তিশালী গঠনের জন্য তুলনামূলক বেশি দ্রুত গতিতে ছুটতে পারে সিলভার অ্যান্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।