
Advertisement
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
আজ এক শোকবার্তায় কৃষিমন্ত্রী বলেন, আবু ওসমান চৌধুরী মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রেখেছেন। পরবর্তীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক- দালাল নির্মূল কমিটি গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। তাঁর অসাধারণ অবদান বাঙালি জাতির নিকট চিরদিন স্মরণীয় হয়ে থাকবে ।
কৃষিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।