জুমবাংলা ডেস্ক : ভারতে পাচারের সময় একটি ট্রাকের সিটের নিচ থেকে তিন কেজি ৪৭৬ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটকও করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে এসব সোনা উদ্ধার করে ৫৯ বিজিবি।
আটক ভারতীয় ট্রাকচালক পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০)।
আজ বিকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনা মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস থেকে পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিরো পয়েন্টের পানামা গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ভারতে যাওয়ার সময় তল্লাশি চালায় বিজিবি। ট্রাক চালকের সিটের নিচ থেকে তিন কেজি ৪৭৬ গ্রাম সোনা জব্দ করা হয়।
লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, উদ্ধার হওয়া সোনাগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা টুকরো আকারে ছিল। উদ্ধার সোনার বাজারমূল্য দুই কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা। জব্দ ট্রাকের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে বিজিবি ক্যাম্পে উদ্ধার হওয়া সোনাগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন স্থানীয় স্বর্ণকাররা।
বিজিবি এই অধিনায়ক আরও জানান, আগের দিন ভারতীয় ট্রাকটি পণ্য নিয়ে স্থলবন্দরে আসে। পণ্য খালাস করে রবিবার দুপুরে খালি গাড়ি নিয়ে পুনরায় ভারতে ফিরছিল ট্রাকটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক রেন্টু শেখ জানান, কোনও এক ব্যক্তি তাকে এসব সোনা দিয়েছিল ভারতে পাচারের উদ্দেশে। প্রথমে বিষয়টি স্বীকার না করলেও; তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।