লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং জনস্বাস্থ্যের প্রতি নজর দিতে মানুষকে সচেতন করার উদ্দেশে গত জুলাই মাসে লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো হটলাইন কমান্ডোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
এই টেলিভিশন রিয়েলিটি শো’র মাধ্যমে মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, সুস্থতা নিয়ে বিভিন্ন বিষয়ের পাশাপাশি সামাজিক সমস্যা ও অসংগতির দিক তুলে ধরেন তিনি। ইতোমধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে হটলাইন কমান্ডোর চারটি পর্ব প্রচারিত হয়েছে। ইতোমধ্যে তা ১ কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন।
সোহেল তাজ তার ভেরিভায়েড ফেসবুক আইডিতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজ একটি পোস্ট করেছেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-‘আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হটলাইন কমান্ডোর সাথে থাকার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য। এই পর্যন্ত RTV’র পর্দায় এবং সোশ্যাল মিডিয়া (ফেইসবুক + ইউটুব) মিলিয়ে হটলাইন কমান্ডোর ৪টি পর্ব উপভোগ করেছে ১ কোটিরও (১০ মিলিয়ন+) বেশি দর্শক। আমি সব সময় বলে আসছি যে এই প্রোগ্রাম আপনাদের জন্য এবং আপনাদেরকে নিয়ে যাত্ৰা চালিয়ে যাব ইনশাল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।