আন্তর্জাতিক ডেস্ক : বিনোদোনের উপর থেকে রাজতান্ত্রিক দেশটি বিধিনিষেধ শিথিল করার পর এই সিদ্ধান্ত নিয়েছিলো ডাব্লিউডাব্লিউই। বৃহস্পতিবার নারীদের কুস্তির মাধ্যমে দেশটি সতুন এক যুগে প্রবেশ করলো।এতোদিন দেশটির নারীরা পুরুষ সঙ্গী ছাড়া রাস্তায়ও বের হতে পারতেন না। সিএনএন, বিবিসি
রিয়াদে আয়োজিত এই কুস্তিতে অংশ নেন দুই তারকা রেসলার নাতালিয়া ও লেসেই ইভান্স।সৌদি আরব নারীর প্রতি সবচেয়ে কঠিন দেশের ভাবমুর্তি থেকে বের হয়ে আসতে চায়।গত কয়েক সাস ধরেই তাই তারা নানান উদ্যোগ নিচ্ছে। ২০১৮ সালে সরকার নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়। এ বছর নারীর অভিবাবত্ব আইনেও পরিবর্তন আনে দেশটি। ফলে নারীরা পুরুষ সঙ্গী ছাড়াও বাড়ির বাইরে যেতে পারছেন।
এই কুস্তির ম্যাচটি অনুষ্ঠিত হয় রিয়াদের কং ফাহাদ স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে একসঙ্গে ৬৮ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


