আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে লিন্ডসে’র বাবা মাইকেল লোহান জানিয়েছেন, তার মেয়ে রাজপুত্রের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িত ছিল না।
তিনি আরও বলেন, ‘তারা কেবল বন্ধু।’ মধ্যপ্রাচ্যে লিন্ডসের প্রচুর শক্তিশালী বন্ধু রয়েছে। কেননা সে সেখানে অনেক জনপ্রিয়। লিন্ডসে মধ্য প্রাচ্যে যে কাজ করে চলেছে তার কারণে এমবিএসের সঙ্গে দেখা করেছিল। সে এই অঞ্চলের লোকদের বিশেষত উদ্বাস্তুদের সহায়তা করার জন্য কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


