আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের মার্কিন কনস্যুলেট ও আবুধাবিতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঘোষণা করেছে যে, তারা আগামী ১৫ মে থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও ফি প্রদানের সেবা সাময়িকভাবে বন্ধ রাখবে। দূতাবাস জানায়, তারা একটি নতুন ভিসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে, যার রূপান্তর প্রক্রিয়ার কারণে এ সময় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
এই রূপান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩০ মে থেকে নতুন পরিষেবা চালু হবে। তখন থেকে ভিসা আবেদনকারীরা নতুন ঠিকাদারের মাধ্যমে ফি প্রদান, সাক্ষাৎকার নির্ধারণ বা পুনঃনির্ধারণ, তথ্য গ্রহণ এবং ডকুমেন্ট ডেলিভারির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
দূতাবাস জানিয়েছে, যেসব আবেদনকারীর ভিসা সাক্ষাৎকার ১৯ মে বা তার আগেই নির্ধারিত, তাদের সাক্ষাৎকার যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তাদের কোনো অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে না। তবে যাদের সাক্ষাৎকার এখনো নির্ধারিত হয়নি অথচ তারা ফি প্রদান করেছেন, তাদেরকে ১৯ মে’র আগেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে।
যারা এখনো আবেদন শুরু করেননি তাদের ১৫ মে’র আগেই আবেদন ও ফি প্রদানের কাজ শেষ করার আহ্বান জানানো হয়েছে, কারণ এই সময়ের পর বর্তমান সিস্টেম বন্ধ হয়ে যাবে। একইভাবে, যাদের ভিসা ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশনা রয়েছে, তাদের ২৪ মে’র মধ্যে ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে। এর পরে কোনো ডকুমেন্ট গ্রহণ করা হবে না।
১৫ থেকে ৩০ মে’র মধ্যে যাদের জরুরি ভিসা প্রয়োজন, যেমন চিকিৎসা, পারিবারিক জরুরি অবস্থা বা শিক্ষা সংক্রান্ত প্রয়োজনে ভ্রমণ করতে হবে, তাদের ইমেইলের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে সাধারণ অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকলেও, সুনির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষ অ্যাপয়েন্টমেন্টের সুযোগ দেওয়া হবে।
এই মাসেই বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা: হাসনাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।