এদেশের শোবিজ অঙ্গনে তাহসান মিথিলা ছিলেন সবচেয়ে আলোচিত জুটি। তাঁদের দাম্পত্য জীবন ছিল সকলের নিকট আলোচনার অন্যতম বিষয়। কিন্তু সেই আলোচনা যে হুট করে থেমে যাবে কে জানতো? ২০১৭ সালের ২০শে জুলাই আকস্মিকভাবেই কোনও কারণ না জানিয়ে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা।
ভক্তরা বিস্মিত হয়েছিলেন, কিন্তু এই বিচ্ছেদের কারণ জানতে পারেননি তারা। কেননা গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে গেছেন এই জুটি জানা গেছে, তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান, মিথিলা ও তাহসান দুজনের কাছেই থাকেন।
তবে তাহসান ও মিথিলা যদি শোনা যায় একসঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন কেমন লাগবে?
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বিচ্ছেদের দুই বছর পর এই দুই তারকাকে এই প্রথম বোঝা গেল দেশের বাইরে একসঙ্গে ঘুরছেন। এজন্য অবশ্য সাংবাদিকদের অনুসন্ধান করতে হয়নি। তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বলে দিচ্ছে তারা কী করছেন।
এই দুই তারকার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, একমাত্র সন্তানসহ দুইজনই এখন নিউইয়র্কে রয়েছেন। সেখানকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে থেকে তাহসান ও মিথিলা তাদের মেয়ের ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে।
তাহসানের আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর মিথিলা মেয়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ছবি আপলোড করেছেন। দুই ছবিতেই আইরা তাহরিম খানকে একই পোশাকে দেখা গেছে।
এছাড়া দুই জনই নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক সহ অন্য স্থান থেকে মেয়ের একাধিক ছবি আপলোড করেছেন। যা নিয়ে ভক্তরা কমেন্টে প্রশ্ন রেখেছেন আবারও এক হচ্ছেন কি দুইজন?
দীর্ঘদিন প্রেম করে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে এক কন্যা সন্তান আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।