নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে পৃথকস্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন শ্রীপুরে ও কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় নেতা-কর্মীরা এবং বুধবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট রাজিবুল ব্যাপারী বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, তফসিল বাতিল এবং বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে বসে থেকে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা চলে যায়।’
কালীগঞ্জ থানান ইনস্ট্রাক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী জানান, গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেরে মিছিল কারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে নাশকতার সাথে জড়িতদেন আইনের আওতায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরি হওয়া স্বর্ণ কালিয়াকৈরে উদ্ধার করতে গিয়ে ৪ পুলিশসহ আহত ৬
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।