মাহবুব কবির মিলন: ..অবশেষে মরে এদেশের জনগণ। ১৭ কোটি মাথার বিশাল বাজার, বিশাল ভোক্তা। ০.০০০০০১ পারসেন্ট মানুষকে ভুল বুঝাতে পারলে, বা প্রতারণা করতে পারলে কিংবা ঠকাতে পারলে অথবা লোভ জাগাতে পারলে বা বিক্রি করতে পারলে বা ভাল বাজার ক্রিয়েট করতে পারলেই শত শত, হাজার হাজার কোটি টাকা কামানো যায়। কোনো কষ্ট করতে হবে না তার জন্য। অতি অতি সহজ তরিকা। কেউ কারো দায়িত্ব নেয় না, নেবে না।
আমার ইনবক্স ভরে গেছে, “আমাকে বাঁচান, আমি এখন কী করব? আমার ** লক্ষ টাকা আটকে আছে”।
তো আমি কী করব!! কাউকে বাঁচানোর ক্ষমতা আমার নেই।
আসলেই এই দেশ সোনার খনি। প্রত্যেক মানুষের কাছ থেকে এক টাকা করে ভিক্ষে নিলেও ১৮ কোটি টাকা প্রায়।
সামান্য তরিকা জানলে, এখানে হাজার কোটি টাকা রাতারাতি কামানো যায়। আর আপনাকে মই দিয়ে তুলে ধরার মানুষেরও অভাব হবে না। আবার সময়মত নিচে তাকিয়ে দেখবেন, কেউ নেই। মইও নেই, মানুষও নেই, হাওয়া।
আপনি একা গাছের মগডালে ঝুলছেন, সাথে হয়ত কামানো হাজার কোটি টাকা।
অবশেষে মরে জনগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।