আন্তর্জাতিক ডেস্ক : দিনভর রোযা পালনের পর ইফতারকালে সারা বিশ্বে এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয় মুসলিমরা। তাদের এ আনন্দ ভাগাভাগী করে নিতে অমুসলিমদের আমন্ত্রণ জানানো এবং ইফতারে শরিক হওয়া একটি সাধারণ রেওয়াজে পরিণত হয়েছে। খবর বিবিসি’র।
এর মাধ্যমে সমাজে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যেমন সৌহার্দ বৃদ্ধি পায় তেমনই তাদের কাছে ইসলামের মর্মবাণী তথা দাওয়াত পৌঁছানো সম্ভব হয়। গতকাল এ ধরনের একটি ইফতারের আয়োজন করা হয় যুক্তরাজ্যে।
শ্রপশায়ারের একটি মসজিদ স্থানীয় সম্প্রদায়কে পবিত্র রমজান মাস উপলক্ষে একটি ভোজে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছে। ওয়েলিংটনের রিজেন্ট স্ট্রিটের জামিয়া মসজিদ বলছে যে, তারা সোমবার সন্ধ্যায় সব ধর্ম এবং পটভূমির লোকদের তাদের ইফতার খাবারে স্বাগত জানায়। সাইটটি আস-সিরাজ ট্রাস্ট পরিচালনা করে।
ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন শাকিল বলেন, অনুষ্ঠানটি ‘বিভিন্ন সম্প্রদায় ও ভিন্ন ধর্মের সাথে ঐক্য ও সেতুবন্ধন গড়ে তোলার একটি সুযোগ। ‘মসজিদ সবার জন্য উন্মুক্ত দরজা’, তিনি যোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।