প্রথমবারের মতো আইপিএলে কোচ হলেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটার ব্রায়ান চার্লস লারা এবার কোচ হিসেবে আইপিএল ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। আসন্ন মৌসুমে তাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। দলটিতে আগে থেকেই স্পিন বোলিং কোচ হিসেবে আছেন লঙ্কান মহাতারকা মুত্তিয়া মুরলিধরন। লারা এবং মুরলির সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে আরও যোগ দিচ্ছেন সাবেক প্রোটিয়া গতি তারকা ডেল স্টেইন।

আইপিএলের গত আসরে ভরাডুবি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। প্রাথমিক পর্বে ১৪ ম্যাচের মধ্যে তারা জিতেছিল স্রেফ ৩ টি। এরপর তারা দল এবং কোচিং স্টাফ বদলে ফেলেছে। শিরোপা জেতানো সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো রাগ করে সরে গেছেন। ট্রেভর বেলিসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিলের পর প্রধান কোচের পদে ফিরেছেন টম মুডি। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার সাইমন ক্যাটিচকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিরোপা জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে ঘাটতি পুষিয়ে নিতে সাবেক ভারতীয় ব্যাটার হেমাং বাদানিকে করা হয়েছে ফিল্ডিং কোচ। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। গত আসর থেকে অধিনায়ক কেন উইলিয়ামসনসহ ফাস্ট বোলার উমরান মালিক ও অলরাউন্ডার আব্দুল সামাদকে ধরে রেখেছে হায়দরাবাদ। সব মিলিয়ে হায়দরাবাদের কোচিং প্যানেল এখন তারকার হাট। এই তারকারা এবার কি পারবেন হায়দরাবাদকে শিরোপা এনে দিতে?

আবারো বাংলাদেশ দলের কোচ হচ্ছেন জেমি সিডন্স