জুমবাংলা ডেস্ক : ব্যাটারিচালিত ভ্যানে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন খলিল মিয়া। আজ সকালে ভ্যান নিয়ে বের হওয়ার আগে তাতে চার্জ দিতে যান। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবার পাড় গ্রামে। ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক খলিল মিয়া দীর্ঘদিন থেকে ব্যাটারিচালিত ভ্যানে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ভ্যানে চার্জ দিতে যান ৩০ বছর বয়সী ওই আইসক্রিম বিক্রেতা।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ির লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পথে রওনা হন। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। পথেই মারা যান তিনি।
হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।