জুমবাংলা ডেস্ক : মোংলার ধনখালী এলাকায় আগুনে পুড়ে গেছে মন্দিরসহ পাঁচটি বসতঘর। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলেও জানান তারা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধনখালী গ্রামের দুলাল মণ্ডলের (৬২) বসতঘরে রবিবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে ঘুমে থাকা গৃহকর্তা দুলাল ও তার স্ত্রী এবং ছেলে দ্রুত বাইরে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুলাল মণ্ডলের বাড়ির পারিবারিক মন্দিরসহ পাঁচটি বসতঘরে। স্থানীরা মোংলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘর মালিক দুলাল মণ্ডল। বিদ্যুতের র্শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে দাবি করেন তিনি।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে আমরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। প্রাথমিকভাবে মনে হয়েছে, ওই বাড়ির রান্নাঘর থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ওই বাড়িতে কাঠের চুলার পাশাপাশি গ্যাসের চুলাও ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।