জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুর জেলা কারাগারের মসজিদে জোহরের আজান দিতে গিয়ে মারা গেছেন মাইন উদ্দিন (৪০) নামে এক কারাবন্দী। গতকাল বুধবার তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, মাইন উদ্দিনকে অচেতন অবস্থায় সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
জেলা কারাগার সূত্র জানায়, টাকা লেনদেন মামলায় মাইন উদ্দিনের এক বছরের কারাদণ্ড দেন আদালত। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দী ছিলেন। মাইন উদ্দিন রামগতি উপজেলার বালুরচর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।