জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের ৫০টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
পশ্চিমাঞ্চলের ২৮ এবং পূর্বাঞ্চলের ২২টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৬টি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনও পরিবর্তন হয়েছে। চলাচলের শিডিউল রক্ষায় এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
নতুন সূচি অনুযায়ী ঢাকা-পঞ্চগড় রুটের ‘একতা’ ও ‘দ্রুতযান’ এক্সপ্রেসে কোনো সাপ্তাহিক বন্ধ থাকছে না। চিলাহাটি থেকে খুলনা রুটের ‘সীমান্ত এক্সপ্রেস’ সোমবার এবং সান্তাহার-দিনাজপুর রুটের ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ রবিবার বন্ধ থাকবে।
রাজশাহী-খুলনা রুটের ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ শনিবারের পরিবর্তে মঙ্গলবার এবং রাজশাহী-ঢাকা রুটের ‘ধূমকেতু এক্সপ্রেস’ শুক্রবারের পরিবর্তে বুধবার, ঢাকা-রাজশাহী রুটে বৃহস্পতিবার বন্ধ থাকবে। রাজশাহী-পাবনা রুটে ‘পাবনা এক্সপ্রেস’ সোমবার, রাজশাহী-ঢাকা রুটের ‘বনলতা এক্সপ্রেস’ শুক্রবার, ঢাকা-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ বুধবার, ঢাকা-কুড়িগ্রাম রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল বুধবার, ঢালারচল শাটল সোমবার এবং ঢাকা-টাঙ্গাইল রুটের টাঙ্গাইল কমিউটার শুক্রবার বন্ধ থাকবে। রাজশাহী-গোবরা রুটের চলাচলরত ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সোমবার বন্ধ থাকবে। ট্রেনটি গোবরা-রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সুবর্ণ এক্সপ্রেস’ কমলাপুর থেকে বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় ছাড়বে। ঢাকা-মোহনগঞ্জ রুটের ‘হাওর এক্সপ্রেস’ রাত ১১টা ৫০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। বাকি ২০ ট্রেনের সময় ৫ থেকে ৪০ মিনিট বদল হয়েছে।
রেলের পশ্চিমাঞ্চলে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৫০ মিনিটে কমলাপুর থেকে ছাড়বে। খুলনা থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ এক ঘণ্টা ২০ মিনিট এগিয়ে কমলাপুর থেকে ৬টা ৪০ মিনিটে ছাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।