
জুমবাংলা ডেস্ক: দ্রুত বর্ধনশীল গাজীপুর শহরকে পরিকল্পিত, মনোরম ও পরিবেশ-বান্ধব নগর হিসেবে গড়ে তোলার জন্য মঙ্গলবার সংসদে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০’ অনুমোদন করা হয়েছে। খবর ইউএনবি’র।
গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি উত্থাপন করেন এবং তা কণ্ঠ ভোটের মাধ্যমে পাস হয়।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ) হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মতো।
জিডিএ’র প্রধান কাজ হবে নগর উন্নয়নের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন এবং কাঠামোগত নকশা অনুমোদন করা।
জিডিএ পরিচালনার জন্য একজন চেয়ারম্যানের নেতৃত্বে ২০ সদস্যের একটি বোর্ড থাকবে। যার চেয়ারম্যান ও চারজন পূর্ণকালীন সদস্যকে সরকার তিন বছরের জন্য মনোনীত করবে।
গাজীপুর সিটি করপোরেশন এবং এর সংলগ্ন এলাকাগুলো জিডিএ এখতিয়ারভুক্ত হবে এবং সময়ে সময়ে গেজেট জারি করার মাধ্যমে সরকার এগুলো নির্ধারিত করবে।
বিল বলা হয়, জিডিএ পরিকল্পনার বাইরে গিয়ে কেউ যদি জমি ব্যবহার করে তবে তাকে ১০ লাখ টাকা জরিমানা গুণতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।