জুমবাংলা ডেস্ক : মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ১ গেট কিপার নিহতের কয়েক ঘন্টা পর একই স্থানে আবার দুর্ঘটনার কবলে পড়েছে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ৪ টার দিকে এই ঘটনা ঘটে। এতে করে উত্তরের ৬টি জেলার সাথে ঢাকা, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের মাষ্টার জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলবাড়ী ষ্টেশনের প্রবেশের আগেই রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে একই স্থানে সোমবার দিবাগত রাত ১টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দূর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামে গেইট কিপার নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।