জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় একটি আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় ৭ নারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় বৈশাখী নামক একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বৈশাখী হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
Advertisement
এসময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে আপত্তিকর অবস্থায় ৭ নারীসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, অসামাজিক কার্যক্রমসহ হোটেলগুলোতে এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।