আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমরা শুধু ইউক্রেন নয়, ইয়েমেন ও আফগানিস্তানসহ বিশ্বের কোথাও যুদ্ধকে সমাধান বলে মনে করি না। ইরান এর আগেও যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছে। খবর পার্সটুডে’র।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাউ’র সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন। এ সময় দ্বিপক্ষীয় ইস্যুর বাইরে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা এবং ইউক্রেন সংকট নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেন সংকটের কারণে যারা শরণার্থীতে পরিণত হয়েছেন তাদেরকে মানবিক সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন থেকে ইরানি নাগরিকদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার করায় পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
ফোনালাপে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত ইউক্রেন থেকে এক হাজার চারশ’ ইরানি সীমান্ত পথে পোল্যান্ডে ঢুকেছে। পোল্যান্ডে আশ্রয় গ্রহণকারী শরণার্থীর সংখ্যা ১৫ লাখে পৌঁছেছে বলে জানান এই মন্ত্রী।
তিনি আরও বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। নারী ও শিশুদের নিরাপদে বের করে আনার পাশাপাশি শরণার্থীদের কাছে ওষুধ ও খাদ্য পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।