আন্তর্জাতিক ডেস্ক : করোনা (কভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম ধরা পড়া দেশ চীনে কমে আসছে বলে দাবি করছে দেশটির কর্তৃপক্ষ। তবে চীনের বাইরে দ্রুতগতিতে ছবিয়ে পড়ছে এ ভাইরাস। বিশেষ করে ইউরোপে বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল জানিয়েছে, ইতালিতে এরিমধ্যে ৩৫জনের মৃত্যু হয়েছে। আরো অন্তত ১ হাজার ৬৮৯ জনের শরীরে মরণঘাতি এই ভাইরাস পাওয়া গেছে। এদিকে গ্রীসে নতুন করে আরো তিন জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো সাতে।
রোববার বিকেল পর্যন্ত ফ্রান্সে ১৩০ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে; সংখ্যাটি আগের দিনও ছিলো ১০০। আক্রান্তদের মধ্যে ১১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আর ১২ জন সুস্থ হয়ে ফিরেছেন। তবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে প্যারিসের ল্যুভার মিউজিয়াম বন্ধ করে দেয়া হয়েছে; যেখানে রোববার থেকে প্যারিসের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, যা পরে বাতিল করা হয়।
সোমবার রাশিয়া নতুন একজন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে। এটা রাশিয়ায় তৃতীয় রোগী শনাক্ত, তবে প্রথম রাশিয়ান নাগরিক। আইসল্যান্ড তিনজন নতুন রোগীর কথা জানিয়েছে; যারা প্রত্যেকে ইতালিতে গিয়েছিলেন। জার্মানি ১২৯ এবং স্পেন ৮৩ জনের শরীরে করোনা পাওয়ার কথা নিশ্চিত করেছে। এছাড়া যুক্তরাজ্য ৩৬, সুইজারল্যান্ড ২৪, নরওয়ে ১৯, সুইডেন ১৪, অস্ট্রেলিয়া ১৪, নেদারল্যান্ডস ১৩ এবং পর্তুগাল ১ রোগী নিশ্চিত করেছে। সব মিলিয়ে ইউরোপে ২ হাজার ২০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। এছাড়া এরিমধ্যে মারা গেছেন ৩৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।