জুলাই অভ্যুত্থানের মামলায় পলাতক ২৮ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে আবেদন করলেও আন্তর্জাতিক পুলিশ সংস্থা মাত্র চারজনের নামেই নোটিশ জারি করেছে। দেশে ফেরানো হয়েছে একজনকে। অন্যরা, যার মধ্যে রয়েছে শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ, ছেলে সজীব ওয়াজেদ জয় ও কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা, এখনও নোটিশের বাইরে আছেন।
গত এক বছরে তিন ধাপে ইন্টারপোলে এই আবেদন করা হয়। তবে সংস্থার নিজস্ব আইনি প্রক্রিয়া অনুযায়ী, আবেদন করলেই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে জারি হয় না। এ কারণে শুধুমাত্র পুলিশ সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, আরিফ সরকার, মহসিন মিয়া ও আওলাদ হোসেনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) শাহাদাত হোসাইন জানান, “ভিন্ন দেশে অবস্থানরত কোনো আসামিকে ধরতে আবেদন করা হলে ইন্টারপোলের নিজস্ব আইনি প্রক্রিয়া বিবেচনা করে রেড অ্যালার্ট জারি হয়। ফলে সব আবেদনই কার্যকর হয় না।”
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল হক সাইফ বলেন, “যদি কোনো দেশের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি না থাকে, সেখান থেকে কাউকে দেশে ফেরানো অত্যন্ত কঠিন হয়ে যায়।”
ইন্টারপোলের ওয়েবসাইট অনুযায়ী, বিশ্বব্যাপী মোট ৬,৫১৭ জন ওয়ান্টেড ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ আছে, যার মধ্যে বাংলাদেশি ৬০ জন।
এই অবস্থায় পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা যায় এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।