
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’ জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা বুধবার রাতে দখলদারদের একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর পার্সটুডে’র।
গাজার আকাশসীমায় প্রবেশের পর এটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিনি সংগ্রামীরা ইহুদিবাদী ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে ১৫ দিনে চারটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনি সংগ্রামীরা।
ইসরাইলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া মাঝেমধ্যেই গাজায় জঙ্গিবিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালায় ইসরাইলি বাহিনী।
২০১৭ সাল থেকে ইসরাইল গাজায় বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।
এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধ। এ কারণে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবেও অভিহিত করা হয়।#
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।