ইন্দোনেশিয়া তার ইসলামী অর্থনীতিকে শক্তিশালী করা, মানসম্মত বিনিয়োগ আকর্ষণ করা এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মুসলিম-বান্ধব পর্যটন প্রসারে কাজ করছে। বুধবার জাকার্তায় এক অনুষ্ঠানে এমন কথা বলেন দেশটির উপ-পর্যটনমন্ত্রী নি লুহ পুস্পা।
গত বুধবার জাকার্তায় অনুষ্ঠিত Driving Indonesia’s Halal Industry Competitiveness & Global Export Readiness শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুস্পা বলেন, মুসলিম-বান্ধব পর্যটন একদিকে পর্যটন খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ায়, অন্যদিকে জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি একটি অন্তর্ভুক্তিমূলক, প্রতিযোগিতামূলক ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টা।’
সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি, ‘জুলাই সনদ’ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব: তারেক রহমান
পুস্পা বলেন, অন্তর্ভুক্তিমূলক পর্যটন নীতিমালা জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। মুসলিম-বান্ধব সেবাগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে স্থানীয় সংস্কৃতি বা পর্যটন গন্তব্যের নিজস্ব পরিচয়ও অক্ষত রেখে সেবার মান উন্নত করা যায়।
এই খাতটির প্রবৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক মুসলিম জনসংখ্যা ২৫০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা ২৪ কোটি ৫০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, এবং তাদের মোট ব্যয় প্রায় ২৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
যেহেতু ইন্দোনেশিয়াও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ। তাই তারা এই বিপুল পরিমাণ মুসলিম পর্যটককে তাদের দেশের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তারা আশা করছে, এই উদ্যোগ তাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।
এছাড়া, পর্যটন মন্ত্রণালয় হালাল পণ্য নিশ্চয়তা সংস্থা (BPJPH)-এর সহযোগিতায় হালাল সনদ প্রদান কার্যক্রম জোরদার করছে। এর আওতায় ৩৯১টি পর্যটন গ্রামে ১৪,৬৯৪টি হালাল সনদ ইস্যু সহজতর করা হয়েছে।
এছাড়াও, সারা দেশে মুসলিম-বান্ধব পর্যটন সেবায় একই মান বজায় রাখতে পর্যটন মন্ত্রণালয় জাতীয় উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় ও ব্যাংক ইন্দোনেশিয়ার সঙ্গে মিলিয়ে জাতীয় সেবা মানদণ্ড তৈরি করছে।
(সূত্র: আন্তারা নিউজ ডটকম)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


