নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খোলার প্রথম দিনে ইসলামী ব্যাংকের কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকটির সুবিধাবঞ্চিত কর্মকর্তা ও স্টাফরা বিক্ষোভ করছেন রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। তারা এস. আলম গ্রুপের নিয়োগকৃতদের ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না। দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকটিতে পতন হওয়া সরকারের মদদে বলপ্রয়োগের মাধ্যমে মালিকানায় আসে এস আলম গ্রুপ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আজ (মঙ্গলবার) দেশের সব অফিস-আদালত খুলেছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব খুলে দেওয়ার কথা বলা হয়।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিকাল থেকেই বিভিন্ন সরকারি স্থাপনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতেও আজ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে ব্যাংকগুলো শাখা খোলা রাখতে পারবে; নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকগুলো সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।
ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছে আইবিবিএলের লোকজন। এছাড়া এস আলমের ‘বিশেষ কৃপায়’ প্রমোশন পাওয়া আরও অন্তত চার-পাঁচজনকে মারধর করেছে ব্যাংকটির কর্মকর্তারা।
ইসলামী ব্যাংকের এক ডিএমডি জানান, তাকেও ব্যাংকে ঢুকতে দিচ্ছেনা বিক্ষুদ্ধরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।