
জুমবাংলা ডেস্ক : পরিবার-স্বজনের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। যারা আগে ছুটি পেয়েছেন তারাই মূলত আজ ঢাকা ছাড়ছেন। অবশ্য ভোগান্তি-দুর্ভোগ এড়াতে অনেকে পরিবারের অন্য সদস্যদের আগেভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
ঈদ যাত্রার প্রথমদিন হওয়ায় কমলাপুর রেলস্টশনে আজ ভিড় কিছুটা কম। দু-একদিনের মধ্যেই বাড়বে বাড়ি ফেরা মানুষদের সমাগম। তবে প্রথম দিনেও এক ঘণ্টার বেশি দেরিতে ছেড়েছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস।
তবে ঈদের ছুটিতে বাড়ির পথ ধরা মানুষের চোখেমুখে আনন্দ। ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হাসিমুখেই মেনে নিচ্ছেন যাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।