নিজস্ব প্রতিবদেক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা কাশেমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিমান বাহিনীর ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের রূহের মাগফিরাত এবং আহত শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা কাশেমিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আরএম বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান খান লাভলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ রুস্তম আলী খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুল আলম রিপন, নাসির মোড়ল, মহসিন মোড়ল, মাসুদ বাগমার, মিলন ফকির, আলমগীর হোসেন, সাইফুল ও কাজলসহ অনেকেই।
বক্তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা শহীদের মর্যাদা পেয়েছেন। তাদের রূহের মাগফিরাত কামনায় এই আয়োজন। পাশাপাশি আহতদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।
শেষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ক্বারী মো. আব্দুল হাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।