আন্তর্জাতিক ডেস্ক: স্নাতকের পড়াশোনার পাশাপাশি এক কামরার ফ্ল্যাটে শিক্ষার্থীদের কোচিং করিয়ে রোজগার করতেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা ক্লোয়ি ঝু। তবে বছর দুয়েক আগে লকডাউন চলাকালীন নিজের পড়াশোনা থেকে কোচিংয়ের ক্লাস, সবই ছেড়ে দেন তিনি। পা রাখেন ব্যবসায়ে। গড়ে তোলেন নখসজ্জার নিজস্ব ব্র্যান্ড—গ্লোয়ি। এখন সেই ছোট্ট ফ্ল্যাট থেকেই দিনে ১০ লাখ টাকা আয় করেন (১০ হাজার ডলার)।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ ক্লোয়ির বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ব্যবসা শুরু করলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছাড়ার কথা শুরুতে মা-বাবাকে জানাননি ক্লোয়ি। এক রাতে বাড়ির সকলে মিলে খাওয়াদাওয়ার সময় সে কথা ফাঁস করে দেন তার ভাই।
ক্লোয়ি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যে ছেড়ে দিয়েছি, তা প্রায় আট মাস ধরে জানত না মা-বাবা। এক রাতে খাওয়ার টেবিলে সে কথাটা পেড়েছিল ভাই। বলেছিল, ‘এখনও মা-বাবাকে বলোনি যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছ!’ সে সময় ঘরে যেন বোমা ফেটেছিল।’’
ব্যবসার ঝুঁকি অবশ্য পুরোপুরি নিজের তাগিদে নিয়েছিলেন ক্লোয়ি। লকডাউনের সময় তিনি পার্লারে জেতে পারতেন না। এরপর নখসজ্জার নিজের ব্র্যান্ড গড়ে ফেলেন তিনি। তার আগে অবশ্য এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন ক্লোয়ি।
নিউ সাউথ ওয়েলসের হাইস্কুলে পড়ার সময় থেকেই মেধাবী বলে নামডাক ছিল ক্লোয়ির। হাইস্কুলের পরীক্ষায় অর্থাৎ অস্ট্রেলিয়ান টেরিটরি অ্যাডমিশন র্যাঙ্ক (এটিএআর)-এ তার প্রাপ্ত নম্বর ছিল ৯৯.৫। সেই নম্বরের ভিত্তিতেই স্নাতকস্তরে ফাইনান্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই অবশ্য ঘরে বসে কোচিংয়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি। ইংরেজি ভাষাশিক্ষার জন্য সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি কোচিং করাতেন ক্লোয়ি।
তিনি বলেন, ‘স্নাতকের বিষয়ে দু’বার বদল করলেও বেশ বুঝতে পারছিলাম, ঠিক পথে এগোচ্ছি না আমি। তাই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম।’
নখের উপর রংবেরঙের কৃত্রিম নখ লাগানো বা ‘প্রেস-অন নেলস’ এর ব্র্যান্ডগুলো তার মনের মতো হচ্ছিল না।
তিনি বলেন, ‘এ ধরনের নখগুলি হয় বেশ বড়সড়, নয়তো ঝুটো বলে মনে হয়। মনে হয়েছিল, ওগুলো আমার জন্য ঠিকঠাক নয়।’
নখসজ্জার বাজার সম্পর্কে বিস্তর অনুসন্ধানের পর জন্ম নেয় ‘গ্লোয়ি’। নিজের নামের সঙ্গে মিল রেখে ক্লোয়ির নিজস্ব ব্র্যান্ড। ‘গ্লোয়ি’র ওয়েবসাইট তৈরি করা, তার কনটেন্ট লেখা থেকে শুরু করে নখসজ্জার জিনিসপত্র বাক্সবন্দি করে ফেলা— এ সবই একার নিজ হাতে করেছেন বলে জানিয়েছেন ক্লোয়ি।
তিনি জানিয়েছেন, সাধারণত একদিনে ১০ হাজার ডলার বা ১০ লাখ টাকার বিক্রি হয়। তিনি জানিয়েছেন, গত এপ্রিলে প্রায় ৭০ লাখ টাকা আয় করেছেন।
সূত্র: ডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলা: নিহত ২, আহত ২৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।