সাইফুল ইসলাম,মানিকগঞ্জ: নাম বদলে দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে র্যাবের হাতে ধরা পড়লেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি জাহিদ হাসান ওরফে রনি (৩০)। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সদস্যরা।
জাহিদ হাসান ওরফে রনি বরিশালের উজিরপুর উপজেলার পাথুনিয়া এলাকার আবুল কালাম আজাদ ওরফে কাশেমের ছেলে। তিনি ঢাকার রামপুরা থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।
র্যাব জানায়, আসামি জাহিদ একজন মাদক ব্যবসায়ী। তিনি কক্সবাজার ও টেকনাফ হতে গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ক্রয় করে এনে ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে ২৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে র্যাব-৩। এ ঘটনায় ওইদিনই রামপুরা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় ছয় মাস কারাভোগ করে জামিনে মুক্তি পান জাহিদ। মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।
র্যাব আরও জানায়, জামিনে বের হওয়ার পরে থেকেই জাহিদ হাসান নাম বদলে রনি পরিচয়ে তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পাশাপাশি কসমেটিকস এর ব্যবসা করতেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।